ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ওন্টারি ইন্টারন্যাশনালের প্রতিবেদন

মিয়ানমার সেনাদের হামলায় ২৪ হাজার রোহিঙ্গার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১৯ আগস্ট ২০১৮

মিয়ানমারের সেনাদের গুলিতে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে। ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির এক নতুন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

‘ফোর্সড মাইগ্রেশন অন রোহিঙ্গা: দ্য আনটোল্ড এক্সপেরিয়েন্স’ শীর্ষক এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য জানিয়েছে ওন্টারিও ইন্টারন্যাশনাল। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, নরওয়ে এবং ফিলিপাইনের গবেষকরা এ প্রতিবেদন তৈরি করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ হাজার মানুষ সেনাদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে সংস্থাটি জানায়, মাত্র ৯ হাজার ৪০০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে সেনারা। তবে বর্তমান প্রতিবেদনে মারাত্মক তথ্য উঠে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩৪ হাজার জনকে আগুনে ফেলা হয়েছে। ১ লাখ ১৪ হাজার জনকে পিঠিয়ে রক্তাক্ত করা হয়েছে। তাদের মধ্যেও অনেকের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে বার্মা সেনারা। পাশাপাশি ১ লাখ ১৩ হাজার ঘরবাড়ি ভাঙচুর করে।

এর আগে ওন্টারিও জানায়, গত বছরের ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমার সেনাদের নির্যাতনে ৯ হাজার ৪০০ রোহিঙ্গার প্রাণহানি ঘটে। আর তাদের হামলায় ৭৯০ জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের বয়স ৫ বছরেরও কম।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি