ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ওন্টারি ইন্টারন্যাশনালের প্রতিবেদন

মিয়ানমার সেনাদের হামলায় ২৪ হাজার রোহিঙ্গার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমারের সেনাদের গুলিতে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে। ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির এক নতুন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

‘ফোর্সড মাইগ্রেশন অন রোহিঙ্গা: দ্য আনটোল্ড এক্সপেরিয়েন্স’ শীর্ষক এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য জানিয়েছে ওন্টারিও ইন্টারন্যাশনাল। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, নরওয়ে এবং ফিলিপাইনের গবেষকরা এ প্রতিবেদন তৈরি করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ হাজার মানুষ সেনাদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে সংস্থাটি জানায়, মাত্র ৯ হাজার ৪০০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে সেনারা। তবে বর্তমান প্রতিবেদনে মারাত্মক তথ্য উঠে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩৪ হাজার জনকে আগুনে ফেলা হয়েছে। ১ লাখ ১৪ হাজার জনকে পিঠিয়ে রক্তাক্ত করা হয়েছে। তাদের মধ্যেও অনেকের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে বার্মা সেনারা। পাশাপাশি ১ লাখ ১৩ হাজার ঘরবাড়ি ভাঙচুর করে।

এর আগে ওন্টারিও জানায়, গত বছরের ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমার সেনাদের নির্যাতনে ৯ হাজার ৪০০ রোহিঙ্গার প্রাণহানি ঘটে। আর তাদের হামলায় ৭৯০ জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের বয়স ৫ বছরেরও কম।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি