ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় মানিকগঞ্জে স্বস্তি প্রকাশ

প্রকাশিত : ১৪:৫৯, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী। এলাকাবাসী জানান, মীর কাসেম আলীর রায় বহাল থাকায় মানিকগঞ্জ জেলা কলঙ্কমুক্ত হলো। যুদ্ধাপরাধী কাসেম আলীর পৈতৃক বাড়ি ছিল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ি গ্রামে। পদ্মা নদীর ভাঙনে তার বাড়ি বিলীন হলে বিএনপি সরকারের সময় উপজেলার চালা গ্রামে জমি কিনে একটি মসজিদ ও কলাবাগান করেন তিনি। তবে বর্তমানে তার কোনো বসত ভিটা নেই মানিকগঞ্জে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি