ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মীর কাসেম আলীর মৃত্যুদন্ড রায় বহাল, মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের স্বস্তি প্রকাশ

প্রকাশিত : ১৫:০৪, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:০৪, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মীর কাসেম আলীর মৃত্যুদন্ড রায় বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনেরা। তারা বলছেন, এ রায়ের মাধ্যমেই দেশ কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল। রায় বাস্তবায়নের জোর দাবী জানিয়েছেন সবাই। এদিকে রায়ের পর রাজধানীর শাহবাগে আনন্দ মিছিল করেছে গনজাগরণ মঞ্চ। আপিল বিভাগের ভেতর থেকে যখন জামাতের শীর্ষ আলবদর নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার খবর আসে, স্বস্তির নিশ্বাস তখন বাইরের বাতাসে। উপস্থিত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনরা বলছেন, এ রায় প্রতিক্ষিত ছিল। কেননা দেশ বিরোদী চক্রান্ত যারা করেছে তাদের ক্ষমা হতে পারে না। তবে রায় যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেজন্য জোর দাবী সকলের। রায় ঘোষানকে কেন্দ্র করে কোন রকম নাশকতাকে মাথায় রেখে অন্যদিনের তুলনায় ব্যাপক নিরাপত্তা ছিল কোর্ট এলাকায়। তল্লাসি করা হয়েছে সকল গাড়ি এবং সাধারণ মানুষকে। রায় ঘোষনার পরপর শাহবাকে আনন্দ উল্লাসে মাতে গনজাগরন মঞ্চ। দীর্ঘ প্রতিক্ষার পর এ রায় দ্রুত কর্যকরের অপেক্ষা তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি