ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০০, ১২ জুলাই ২০১৭

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে তাকে ভর্তি করার পরপরই বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তার চিকিৎসার দায়ভার গ্রহণ করেন।

তিনি বলেন, মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন আমাকে জানান, প্রধানমন্ত্রী মুক্তামনির বিষয়ে খোঁজ নিয়েছেন। তিনি শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করবেন। ডা. জুলফিকার লেনিন বুধবার ঢামেকে মুক্তামনিকে দেখতে আসবেন।

প্রধানমন্ত্রী চিকিৎসার ব্যয়ভার বহন করবেন এ সংবাদ জানার পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুক্তামনির বাবা ইব্রাহীম হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমার মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করায় আমি খুশি। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি