ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪

মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার শহীদুল হক আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ১ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১৫, ১ জুলাই ২০১৭

মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা কমান্ডার শহীদুল হক আর নেই। শনিবার কাতারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মামা বাহিনীর প্রধান ছিলেন বলেই শহীদুল হক মামা নামে পরিচিত ছিলেন তিনি। মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লার মামলার অন্যতম সাক্ষী ছিলেন শহীদুল হক। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের ছায়া পড়েছে সুহৃদ সহকর্মীদের মাঝেও।
একাত্তরের উত্তাল দিনে ঢাকায় একের পর এক গেরিলা অভিযান চালিয়ে হানাদার পাকিস্তানিদের বুকে কাপন ধরিয়ে দেন গেরিলা যোদ্ধা শহীদুল হক মামা।
একাত্তরের মুক্তিযুদ্ধে মামা বাহিনীর প্রধান ছিলেন শহীদুল হক। দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রতিষ্ঠা করেন তিনি। যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২ নম্বর সাক্ষীও ছিলেন শহীদুল হক মামা।
২৮ এপ্রিল চিকিৎসার জন্য কাতার এয়ারওয়েজে সুইডেনের পথে রওয়ানা হন রনাঙ্গনের এ বীর যোদ্ধা। বিমানে অসুস্থ্য হয়ে পড়লে ২৯ এপ্রিল তাকে দোহার একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সবাইকে কাঁদিয়ে চলে যান তিনি।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি