ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মুক্তিযুদ্ধের চেতনা আর জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন নেতৃত্ব অগ্রনী ভূমিকা রাখবে

প্রকাশিত : ১৩:১৫, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:১৫, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের চেতনা আর জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন নেতৃত্ব অগ্রনী ভূমিকা রাখবে প্রত্যাশা আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাদের মতে সকল অপশক্তি দূর করে দলকে আরো শক্ত অবস্থানে নিয়ে এই কমিটি। আবারো শেখ হাসিনাকে দলীয় সভাপতি পদে বহাল রাখায় এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করায় এবার দলীয় রাজনীতি ভিন্ন মাত্রা যোগ হবে বলেও প্রত্যাশা তাদের। টানা অষ্টমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর অনেক গুঞ্জন, আলোচনা ও নাটকীয়তার পর সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এল। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। রাজনীতির এই গুরুত্বপূর্ণ মহুত্বে দলের এই নতুন নেতৃত্ব তাই অভিনন্দন জানান দলের কাউন্সিলররা। তাতের মতে এদের হাত ধরেই আগামী আওয়ামী লীগ মর্যাদা আসন অর্জন করবে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে এই নতুন কমিটি অগ্রনী ভূমিকা পালন করবে বলেও মত তাদের। আওয়ামী লীগ নেতা বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা দলের প্রয়োজনে যে কমিটি দিয়েছেন তা সময় উপযোগী। কেন্দ্রীয় কমিটির হাত ধরে এবার তৃণমূলের ত্যাগী নেতারাও মূল্যায়িত হবেন বলে প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি