মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাসদ
প্রকাশিত : ১৭:১১, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১১, ৪ নভেম্বর ২০১৬
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।
বাংলাদেশের মাটিতে জঙ্গীবাদের কোন স্থান হবে না। সকালে ‘জঙ্গীবাদ নির্মূল ও জঙ্গীবাদ বর্জন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুলসহ বক্তব্য দেন দলীয় নেতারা।
আরও পড়ুন