ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

‘মুক্তিযোদ্ধার সম্মান অক্ষুন্ন রাখতে কোটার সংস্কার প্রয়োজন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৪২, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মহান মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখতে কোটা সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট্য শিক্ষাবিদ ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. জাফর ইকবাল বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে কোটার অনুপাত ঠিক নয়। এ নিয়ে মানুষের মধ্যে বড় ক্ষোভ সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ঘুরে ফিরে মুক্তিযোদ্ধাদের উপর, তাদের সন্তানের উপর এবং তাদের পরিবারের উপর অসম্মান হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে মুক্তিযোদ্ধারা যেন অসম্মান না হয়। আর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার জন্য কোটা সংস্কার প্রয়োজন।

কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিষয়ে এ শিক্ষাবিদ বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা বাড়াবাড়ি পর্যায়ের হয়ে গেছে। এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, অনগ্রসর কোনো গোষ্ঠী যদি অবহেলিত হয়, তাদের এগিয়ে নিতে কোটা দেওয়া হয়। কোনো জায়গায় যদি কোটার সংখ্যাই বেশি হয়, তাহলে সেটা যুক্তিসঙ্গত নয়। কোটার অনুপাত অবশ্যই সামঞ্জস্যপূর্ণ এবং যৌক্তিক হতে হবে।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি