ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মুজিববর্ষে ৫০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিবে সোনালী ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৭ জানুয়ারি ২০২০

মুজিববর্ষে কৃষকদের বিনা সুদে অন্তত ৫০ কোটি টাকা ঋণ দিবে রাষ্ট্রায়াত্ব সোনালী ব্যাংক। সারাদেশের কৃষকদের মধ্যে ভাল ঋণ গ্রহীতারা পাবেন এই সুযোগ। শিগগিরি পরিচালনা পর্ষদ এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে সংবাদ মাধ্যমকে জানান রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

গত অর্থবছরে স্বল্প সুদে ১২’শ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে রাষ্ট্রায়াত্ব সোনালী ব্যাংক। এবার মুজিববর্ষ উপলক্ষ্যে কৃষকদের সুদমুক্ত ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

কোন ধরনের কৃষকরা পাবেন এই সুদ মুক্ত ঋণ- তাও চুড়ান্ত করেছে ব্যাংকটি। ঋণ দেওয়া হবে গোবাদি পশুপাখি পালন, সবজী ও ফল চাষে।

আগামীতে কৃষি ঋণ বিতরণ ও আদায়ে নতুন কয়েকটি পরিকল্পনা আছে বলেও জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি