ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মুশারফের নাগরিকত্ব ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মুশারফকে নির্বাচনের যোগ্য ঘোষণার একদিন পরই এবার তার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

গত সোমবার দেশটির সর্বোচ্চ আদালত মুশারফের নাগরিকত্ব ও পাসপোর্ট ফিরিয়ে দিয়ে, তাকে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য আদালত তত্ত্বাবধায়ক সরকারকে আদেশ দেন।

আদালত বলেন, ‘পারভেজ মুশারফ দেশে ফেরত আসার যোগ্য, তাই তার পাসপোর্ট ও নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে।’ পাকিস্তানের প্রধান বিচারপতির সাকিব নিসারের বেঞ্চ এই আদেশ দেন।

জানা যায়, গত শনিবার অভ্যন্তরীণ মন্ত্রণালয় এনএডিআরএকে মুশারফের পাসপোর্ট ও নাগরিকত্ব জব্দের নির্দেশ দেন। এদিকে দেশে ফিরে আসার পর মুশারফকে গ্রেফতার করা যাবে না বলেও সাকিব নিসার ফের আদেশ দেন।

সূত্র: দ্য ডন
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি