মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে
প্রকাশিত : ১৯:৫৫, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৫৫, ১৪ মার্চ ২০১৭
মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি বছরের ফেব্র“য়ারি মাসে মূল্যস্ফীতি দাড়িয়েছে ৫ দশমিক ৩১ ভাগ। জানুয়ারিতে যা ছিল ৫ দশমিক ১৫ ভাগ।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে, এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এ তথ্য জাননো হয়। এছাড়া, বৈঠকে সর্বমোট ৫ হাজার ২ শ ৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যায়ে, ৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৬টি বিভাগীয় শহরে ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থান গুলোর আধুনিকায়ন ও সবুজায়ন করা, ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া। পরে, বৈঠকের বিষয়ে, সাংবাদিকদের অবহিত করেন, পরিকল্পনা মন্ত্রী।
আরও পড়ুন