ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাসেম আলীকে রায়ের কপি পড়ে শোনানো হয়েছে

প্রকাশিত : ১২:৩৩, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৩৩, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কারাগারে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রিভিউ রায়ের কপি পড়ে শোনানো হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে তাকে রায় পড়ে শোনানো হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। এদিকে রাষ্টপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা তা জানাতে সময় চেয়েছেন মীর কাসেম আলী। গেলো রাত পৌনে একটার দিকে রায়ের অনুলিপি কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ কাসেমের রিভিউ আবেদন খারিজ করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি