ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৮ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কানকুনের জনপ্রিয় মেক্সিকান রিসোর্টের কাছে রবিবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

এ খবর দিয়েছে মেক্সিকান গণমাধ্যম।
 
এডিও কোম্পানির বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী নাগরিকও ছিলেন।

গাড়িটি পার্শ্ববর্তী ইউকাটান রাজ্যের মেরিডা শহর থেকে কানকুন যাচ্ছিল। কানকুন হচ্ছে মেক্সিকোতে শীর্ষ জনপ্রিয় সমুদ্র সৈকত গন্তব্যগুলোর মধ্যে একটি। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের ঘুরতে যাবার জন্য অন্যতম পছন্দের জায়গা এটি।

সেই এলাকায় মেক্সিকান সরকার যে মায়ান ট্যুরিস্ট ট্রেনটি নির্মাণ করছে তাতে কাজ করা একটি ট্রাকের ধাক্কাই বাসটি উল্টে যায়।

ঘটনার পর প্যারামেডিকস এবং উদ্ধারকারী সংস্থা দুর্ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কানকুন জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি