ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মেক্সিকোর কারখানায় বিস্ফোরণ, নিহত ২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় সিরিজ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে । স্থানীয় কর্তৃপক্ষ সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনায় ৪৯ জন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে ৪০ জনের আহত হওয়ার কথা জানানো হয়েছিল। মেক্সিকো সিটি’র উত্তরাঞ্চলীয় নগরী তুলতেপেকের ওই কারখানায় কয়েক দফা বিস্ফোরণে ১৯ জন নিহত হয়। এদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও দমকল কর্মী রয়েছে। এছাড়া হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

সরকারি সূত্র জানায়, বিস্ফোরেণের পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা ও দমকলবাহিনীর কর্মীদের পাঠানো হয়। তুলতেপেকের উপকণ্ঠের একটি আতশবাজির কারখানায় সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম দফার বিস্ফোরণ ঘটে। এর প্রায় ২০ মিনিট পর সেখানে আরো তিন দফা বিস্ফোরণ হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি