ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

মের্কেলের সঙ্গে জোট গঠনের পক্ষে এসপিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ৪ মার্চ ২০১৮

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের নেতৃত্বাধীন রক্ষণশীল জোটে অংশ নেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি এসপিডি। এক দলীয় নির্বাচনে মের্কেলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত দুই-তৃতীয়াংশ ভোটে পাশ হয়।

গতকাল শনিবার দলের শীর্ষ নেতাদের নিয়ে আয়োজিত এই ভোটাভুটিতে দুই-তৃতীয়াংশ সদস্য মের্কেল নেতৃত্বাধীন রক্ষণশীল জোটে যোগদানের পক্ষে সমর্থন দেয় বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

২০১৩ সাল থেকে অ্যাঞ্জেলা মের্কেলের ক্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এবং ব্যাভারিয়ান ক্রিস্টান সোশ্যাল ইউনিয়নের সঙ্গে জোটবদ্ধ হয়ে জার্মানির সরকার গঠনে অংশ নেয় এসপিডি।

তবে চার মাস আগে এই জোটের সঙ্গে থাকা না থাকা নিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায় দলটি।

ভোটাভুটির পরে দলটির ভারপ্রাপ্ত প্রধান নেতা ওলাফ স্কলজ আল-জাজিরাকে দেওয়া এক মন্তব্যে এই ভোটাভুটিকে ‘অনেক উঁচু মূল্য দিয়ে কেনা’ এক সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন।

দলটির বামপন্থী নেতারা মের্কেল নেতৃত্বাধীন রক্ষণশীল জোটে না থাকার জন্য এতদিন প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন।

ফ্রি ডেমোক্রেটস এবং পরিবেশবাদী দল গ্রীনের সঙ্গে আলোচনার পরে মের্কেল ব্লকে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেয় দলটি।

এদিকে সাম্প্রতিক সময়ে জার্মানির তৃতীয় বৃহত্তম দল অলটারনেট ফোর জার্মানি’ও (এএফডি) অ্যাঞ্জেলা মার্কেলের সাথে জোট বদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়।

এসপিডি’র এই জোটে যোগদানের ফলে দেশটির রাজনৈতিক পাড়ায় চলমান সংকটের নিরসণ হল বলেই ভাবছেন রাজনৈতিক নেতারা।

সূত্রঃ আল-জাজিরা

//এস এইচ এস// এআর    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি