ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মেসির বিয়েতে মাত্র ৯ হাজার ইউরো উপহার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:২২, ৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

গত ৩০ জুন অনুষ্ঠিত হয়েছিল লিওনেল মেসি আর আন্তোনেয়া রোকুজ্জো ‘শতাব্দীর সেরা বিয়ে’। রোসারিওতে জমকালো ওই বিয়েতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টিনার বিমান ধরেছিলেন ফুটবলের বড় বড় তারকারা।

আর এ বিয়েতে একটি ব্যতিক্রমী বিষয় ছিল- মেসি অতিথিদের কাছে কেনা উপহারের বদলে নগদ অর্থ চেয়েছিলেন। যেটা যাওয়ার কথা শিশুদের জন্য গড়া তার চ্যারিটি প্রতিষ্ঠান ‘দ্য লিও মেসি ফাউন্ডেশনে’।

ভক্তদের ধারণা এতে মেসির দাতব্য প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠার কথা। সব মিলিয়ে মেসি তার বিয়েতে পেয়েছেন মাত্র ৯ হাজার ৫৬২ ইউরো। ফুটবলারের বিয়েতে হাজির হয়েছিলেন বন্ধু ও পরিবারের ২৫০ জনেরও বেশি সদস্য। তাদের সবাই তারকা ফুটবলার, সেলিব্রেটি ও ধনী। অথচ বিয়েতে উপহারের অর্থ ১০ হাজার ইউরোও ছাড়ায়নি।

মেসির বন্ধু ও সতীর্থ জেরার্দ পিকে বিয়ের রাতে ক্যাসিনোতে ১১ হাজার ইউরো খরচ করেছেন। এ খবর ফাঁস হওয়ার পর আর্জেন্টাইন টিভি উপস্থাপক আলেহান্দ্রো ফ্যান্তিনো তার ‘ফ্যান্তিনো ৯১০’ অনুষ্ঠানে বলেছেন, ধনীরা একেবারে ‘হীনচেতা’। তিনি বলেছেন, ‘বাচ্চাদের জন্য তারা আরও একটু বেশি দিতে পারত। খবর: মার্কা।

 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি