ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মেয়াদ শেষে ‘অ্যাকর্ড’কে বিদায় নিতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশের পোশাক খাতে সংস্কারবিষয়ক ইউরোপের ক্রেতাজোট ‘অ্যাকর্ড’কে মেয়াদ শেষে চলে যেতে হবে। আর তারা থাকতে চাইলে মেয়াদ বাড়ানোর ব্যাপারে নতুন করে আলোচনায় বসতে হবে।

বিষয়টি অ্যাকর্ডকে জানিয়ে দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমইএ)।

সোমবার অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ (অ্যাকর্ড) ও বিজিএমই’র মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ সদস্যের পরিচালনা কমিটি অংশ নেয়। সভা শেষে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এই কথা জানান।

তিনি বলেন, মেয়াদ শেষ হলে অ্যাকর্ডকে চলে যেতে হবে। যদি তারা থাকতে চায় তবে নতুন করে আলোচনা করতে হবে।

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ মূল্যায়নে গত চার বছর ধরে পরিদর্শন কর্মসূচিতে নিয়োজিত আছে ইউরোপভিত্তিক ক্রেতা ও শ্রমিক সংগঠনের এই জোট । ২০১৮ সালের জুন মাসে জোটটির কর্মসূচির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা। সম্প্রতি এক বছর বাকি থাকতেই মেয়াদ আরো তিন বছর বৃদ্ধির ঘোষণা দিয়েছে জোটটি। তবে জোটটির এ সিদ্ধান্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।

তারপরও অতিরিক্ত সময় কার্যক্রম চালিয়ে নেওয়ার বিষয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকার এবং বিজিএমইএর সঙ্গে অ্যাকর্ডের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির পৃথক বৈঠক করার সিদ্ধান্ত নেয়। সোমবারের বিজিএমইএর বৈঠক ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে তারা। আগামী বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি