ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মোজাম্বিকে জ্বালানি তেলের ট্রাক বিস্ফোরণে ৭৩ জন নিহত

প্রকাশিত : ১৯:০৩, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৩, ১৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আফ্রিকার দেশ মোজাম্বিকে জ্বালানি তেলের ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। স্থানীয় সময় বৃহস্পতিবার সীমান্তবর্তী টেট প্রদেশের এক গ্রামে এ ঘটনা ঘটে। সরকারি বিবৃতিতে জানানো হয়, গ্রামের লোকজন ওই ট্রাক থেকে পেট্রল নেয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। অপর এক খবরে বলা হয়, বন্দরনগরী বেইরা থেকে তেল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ট্রাকটি। পরে স্থানীয়রা ট্রাক থেকে জ্বালানি তেল বের করার চেষ্টা করলে বিস্ফোরণ হয়। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসিস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি