ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মোটর সাইকেল প্রশিক্ষণ কর্মশালা করল এসিআই মটরস্

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ৩০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ইয়ামাহা মোটর সাইকেল বাংলাদেশ ও এসিআই মটরস-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মোটর সাইকেল রাইডিং ট্রেইনিং’ শীর্ষক এক কর্মশালা। গত ২৮ অক্টোবর এসিআই মটরস লিমিটেড বিজিপ্রেস স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব মাঠে আয়োজন করা হয় এই কর্মশালার। অনুষ্ঠানে বিনামূল্যে মোটর সাইকেল রাইডিং শিখতে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার প্রায় ৬০ জন নারী ও পুরুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, সেলস ডিরেক্টর আজম আলীসহ এসিআই মটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মটর সাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। আর এসিআই মটরস্ হলো এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে সারাদেশে এসিআই মটরস্ এর ৩৪ টির বেশি থ্রি-এস ডিলার পয়েন্ট রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি