ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মোদি-শি জিনপিং বৈঠক আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের তামিলনাড়ুতে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত বছরের উহান সম্মেলনের পর এটি তাদের দ্বিতীয় অনানুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে ভারত ও চীনের মধ্যকার সীমান্ত বিরোধ ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। তবে বুধবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই শীর্ষ নেতার বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে না।

দুই রাষ্ট্রনেতার বৈঠক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে নানা সাজে সেজেছে তামিলনাড়ু। রাজ্যের মাল্লাপুরমে নিরাপত্তায় বহাল করা হয়েছে ১০ হা্জার পুলিশ কর্মী। ৩৪টি জায়গায় একাধিক অনুষ্ঠান হওয়ার কথা। সেই মতো সাজানো হয়েছে নিরাপত্তার বলয়।

দুপুর দেড়টার দিকে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করার কথা শি’র। চেন্নাই বিমানবন্দর থেকে আইটিসি গ্র্যান্ড চোলা পর্যন্ত শি জিনপিংকে পাহারা দিয়ে নিয়ে যাবে মোটরবাইক আরোহী পুলিশকর্মীরা। সেখান থেকে আদুর, সেলিনগরুল্লা, বঙ্গোপসাগরের উপকূল ধরে মাল্লাপূরম পৌঁছাবেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি