ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

মোদীকে বন্ধু নেতানিয়াহুর অভিনন্দন

প্রকাশিত : ১৬:১৮, ২৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে ক্ষমতাসীন বিজেপি। সম্ভাব্য এই জয়ে বিজেপির নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বন্ধু’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর দুপুরের দিকেই ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট হয়ে যায়।

এখন পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৫৪৩টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ২৭২ আসন প্রয়োজন হলেও এনডিএ ৩৩৯টি আসনে এগিয়ে রয়েছে। এরমধ্যে কেবল বিজেপিই এগিয়ে ২৯৫টি আসনে।

বিজেপির এ জয়ের সুবাসে নেতানিয়াহু তার টুইটার অ্যাকাউন্টে মোদীকে উদ্দেশ্য করে বলেন, ‘সাবাশ, আমার বন্ধু! নির্বাচনের এ ফলাফলের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে তোমার নেতৃত্ব আরও পোক্ত হলো। ভারত ও ইসরায়েলের মধ্যকার মহান বন্ধুত্বকে আরও দৃঢ়তর করতে আমরা একসঙ্গে কাজ করে যাবো।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি