ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ম্যালওয়ার সফটওয়্যারের মাধ্যমে তথ্য হ্যাকের ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই ও সিআইএ

প্রকাশিত : ১০:১৭, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১৭, ৯ মার্চ ২০১৭

  উইকিলিকসের ফাঁস করা, ম্যালওয়ার সফটওয়্যারের মাধ্যমে তথ্য হ্যাকের ঘটনায় তদন্ত শুরু করেছে দুই মার্কিন সংস্থা- এফবিআই ও সিআইএ। তদন্তে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ’র কাছ থেকে গোপন তথ্য কিভাবে উইকিলিকসের হাতে গেলো তা খতিয়ে দেখা হবে। এর সাথে সিআইএ’র ভেতরের বা বাইরের কেউ জড়িত কি না তাও তদন্ত করে দেখবে সংস্থা দুটি। এদিকে উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছে সিআইএ’র মুখপাত্র। গেল মঙ্গলবার ম্যালওয়ার পদ্ধতি ব্যবহার করে সিআইএ, গোপনে বিশ্বের বিভিন্ন দেশে গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে- এমন নথি ফাঁস করে উইকিলিকস। তবে এ ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করেনি হোয়াইট হাউস, সিআইএ বা এফবিআই।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি