ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে নির্বাচনী সহিংসতায় আহত ছাত্রলীগ কর্মী আর নেই

প্রকাশিত : ১৫:৪৭, ১০ জুন ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ১০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহের গফরগাঁওয়ে শালটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত ছাত্রলীগ কর্মী নাজমুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৬ষ্ঠ দফা নির্বাচনে শালটিয়া ইউনিয়নের পুকুরিয়া সরকারী প্রাইমারি স্কুল কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন নাজমুল। গফরগাঁও থানার ওসি জানান, ভোররাতে নাজমুল মারা যান। নির্বাচনে জালভোট দেয়াকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী মোশাররফ হোসেন ও মেম্বার প্রার্থী আব্দুল করিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে  পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি গুলি ছুড়লে নাজমুলসহ আহত হন বেশ কয়েকজন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি