ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সাংবাদিকতায় ও সাহিত্যে অবদান

ময়মনসিংহে ১০ গুনীজনকে সন্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখায় বৃহত্তর ময়মনসিংহে জন্মগ্রহণকারী ১০ গুনীজনকে সম্মাননা দিয়েছে ময়মনসিংহ প্রেস ক্লাব। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের সম্মানা ও পদক দেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পদক তুলে দেন ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, ময়মনসিংহ প্রেস ক্লাব এ অঞ্চলের বহুদিনের সম্প্রীতির ঐতিহ্য বহন করে চলেছে। প্রেস ক্লাবের সম্মান অক্ষুন্ন রাখতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি।

ময়মনসিংহ প্রেস ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং ক্লাব সাধারন সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতি), ক্লাব সহ-সভাপতি এ.জেড.এম ইমাম উদ্দিন মুক্তা, ক্লাব সহ-সভাপতি ডা কে.আর ইসলাম, পদক উপ-কমিটির আহবায়ক অধ্যাপক আতিকুর রহমান।

অনুষ্ঠানে ২০১১ সালের জন্য সাংবাদিকতায় শ্যামলেন্দু পাল, সাহিত্যে আনজীব লিটন, ২০১২ সালের জন্য সাংবাদিকতায় জিয়া উদ্দিন আহমেদ, সাহিত্যে ড. আমিনুর রহমান সুলতান, ২০১৩ সালের জন্য সাংবাদিকতায় সুলতান উদ্দিন খান (মরণোত্তর), সাহিত্যে মাহমুদ কামাল, ২০১৪ সালের জন্য সাংবাদিকতায় রফিকুল ইসলাম রতন, সাহিত্যে আশরাফ মীর এবং ২০১৫ সালের জন্য সাংবাদিকতায় মোস্তফা বাবুল ও সাহিত্যে সোরহাব পাশাকে পদক দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৮৬ সাল থেকে সাংবাদিক ও সাহিত্যিকদের স্ব স্ব ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃত স্বরূপ ময়মনসিংহ প্রেস ক্লাব পদক দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এসব পদক দেওয়া হয়।

/ এসইউ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি