ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্টস কর্মী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৯ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কনহর মডেল স্কুল এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় দুই মহিলা গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, গার্মেন্টস কর্মীরা সকালে ডিউটিতে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।

নিহতরা হলেন- উপজেলার বৈলর  উজান পাড়ার সুমি আক্তার (২৫) ও আম্বিয়া বেগম(৩৫)।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান- নিহতদের লাশ ময়না তদন্তের জন্য এমএমসিএইচ-এর মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটির চালক পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বাসস

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি