ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ইসরাইলি বিমান হামলায় ১৬১ ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৯:৫৫, ৭ অক্টোবর ২০২৩

দখলকৃত গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। 

ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গাজায় ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। 

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস) শনিবার ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৫০ জন ইসরাইলি নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ। 

এদিন ইসরাইল লক্ষ্য করে প্রায় ২০০০ রকেট ছুঁড়েছে হামাস। এছাড়া সমুদ্র, স্থলপথ এবং আকাশপথ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে ঢুকে পড়ে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের শত্রুদের এর মূল্য দিতে হবে যা তারা জানে না। আমরা যুদ্ধের মধ্যে আছি এবং আমরা এটি জিতবো। 

নেতানিয়াহুর ওই ঘোষণার পরপরই গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল।

ইসরাইলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, গাজায় তারা এখন পর্যন্ত ১৭টি সামরিক কম্পাউন্ড এবং হামাসের চারটি অপারেশনাল হেডকোয়ার্টারে আঘাত করেছে। 

সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পাশপাশি ইউরোপের বহু দেশ এ সংঘাত বন্ধে দুই পক্ষের প্রতি আহবান জানিয়েছে। 

এমএম//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি