ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৩১তম শাখা ময়মনসিংহের ফুলপুরে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহের ফুলপুরে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর পৌর মেয়র মো. আমিনুল হক, ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন চৌধুরী।

“ইসলামী ব্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব” শীর্ষক আলোচনা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েট প্রধান মো. শামসুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনপ্রধান আবু সাঈদ মো. ইদ্রিস ও ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা ব্যবস্থাপক মো. আ. হান্নান।

অনুষ্ঠানে আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংক ন্যায়, নীতি ও শরীয়াহ্ আলোকে পরিচালিত হয়। নিয়ন্ত্রণকারী সকল সংস্থা ও দেশের সকল নিয়ম-নীতি যথাযথ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ব্যাংক। দেশের আপামর জনগণের আস্থার ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার মর্যাদা অর্জন করতে পেরেছে। ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের ব্যাংক।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি