ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ময়মনসিংহের ভাষা সৈনিকদের বর্তমান

প্রকাশিত : ০৯:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রতিবাদে ঢাকার সাথে ময়মনসিংহেও আন্দোলনে ফুঁসে ওঠে ছাত্র-শিক্ষক-জনতা। এই আন্দোলনের প্রথম সারিতে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম রফিক উদ্দিন ভুঁঞা, শামসুল হক, সৈয়দ বদর উদ্দিন, হাতেম আলী তালুদার ও মহাদেব সান্যাল। কিন্তু কীর্তিমান এসব ভাষা সৈনিক সম্পর্কে তেমন কিছুই জানে না নতুন প্রজন্ম। রাষ্ট্রভাষা-বাংলার দাবিতে ঢাকার রাজপথের মিছিলের নেতৃত্বে ছিলেন জগন্নাথ কলেজের সেসময়ের যুগ্ম আহবায়ক ময়মনসিংহের মোস্তফা এমএ মতিন। পুলিশের গুলিতে সেদিন শহীদ না হলেও অনেকের সাথে গ্রেফতার হন তিনি। ২০০৪ সালে মারা গেলেও তাঁর স্মৃতি রক্ষায় ময়মনসিংহে নেই কোন উদ্যোগ। এদিকে ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঞার নেতৃত্বে ভাষার দাবিতে ময়মনসিংহে সেদিন আন্দোলন নামেন সৈয়দ বদর উদ্দিন হোসাইন, শামসুল হক, হাতেম আলী তালুদার ও মহাদেব সান্যাল। ভাষা আন্দোলনের সংগঠক রফিক উদ্দিন ভূঞার স্মৃতি ধরে রাখতে ময়মনসিংহে তাঁর নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়। আর টাউনহল চত্বরে করা হয় ভাষা সৈনিক শামসুল হক মঞ্চ। কিন্তু বাকিদের স্মৃতি রক্ষায় নেই কোন সৌধ বা মঞ্চ। সকল ভাষা সৈনিকের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার সুযোগ সৃষ্টি করার দাবি ময়মনসিংহবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি