যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
প্রকাশিত : ১৫:৪৬, ১৬ জানুয়ারি ২০২৬
যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন,‘নির্বাচন নিয়ে শঙ্কা নেই। অবাধ সুষ্ঠ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’
শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাহপীর কল্লা শহীদ (রা:) -এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসার পুলিং অফিসারের কাজও সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচনের সময়ের জন্য অপেক্ষা করছি। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো পৃথিবীতে যেসব দেশে গণভোট হয়েছে সেখানে লক্ষ্য করলে দেখবেন সরকার একটা পক্ষ নিয়েছে। কোনো সময় সরকার হ্যাঁ পক্ষ নেয়, আবার না পক্ষ নেয়, আমরা তো সংস্কারের পক্ষে, যে সংস্কারে দেশের অপশাসন দূর হবে। দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসতে পারে সেটা দূর করতে হবে। সংস্কারের যে সমষ্টি সেগুলো প্যাকেজ আকারে সমষ্টিগতভাবে গণভোট হচ্ছে এবং আমরা সকলকে বলছি হ্যাঁ ভোট দেন। দেশে যাতে অপশাসন আর ফিরে না আসে। যাতে আপনার অধিকার কেড়ে নেয়া না হয়।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সড়কপথে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস হয়ে আখাউড়া কেল্লা শহীদ মাজারে পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম, খরমপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম প্রমুখ।
পরে তিনি মাজার শরীফ মাঠে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন।
এমআর//
আরও পড়ুন










