ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

যশোদাবেনকে বিয়ে করেননি মোদি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২১ জুন ২০১৮ | আপডেট: ১২:৪৩, ২১ জুন ২০১৮

গুজরাটের বিজেপি নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী ও মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের ওপর ক্ষুব্ধ হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন ও তাঁর ভাই অশোক মোদি।
সম্প্রতি যশোদাবেনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন আনন্দিবেন। পরিপ্রেক্ষিতে গতকাল এক সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছেন যশোদাবেন ও তার দেবর অশোক মোদি।
আনন্দিবেন গুজরাটের দিব্য ভাস্কর নামের একটি সংবাদপত্রে ১৯ জুন এক সাক্ষাৎকারে দাবি করেন, যশোদাবেনকে নাকি বিয়েই করেননি মোদি! তিনি অবিবাহিত।
ইস্যুটি নিয়ে বিরোধিরা মুখর হওয়ার আগেই মোদিপত্নী যশোদাবেন ও তাঁর ভাই অশোক গুজরাটের উঞ্ছায় গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে বলা হয়, আনন্দিবেনের মন্তব্যে অবাক হয়েছেন যশোদাবেন ও অশোক। এ ধরনের মন্তব্য অনভিপ্রেত।
গুজরাটে মোদির পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন আনন্দিবেন। পরে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপাল হন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোদি নিজেই লিখেছিলেন তাঁর স্ত্রী আছে। তিনি বিবাহিত। তাঁর সহধর্মিণীর নাম যশোদাবেন। যশোদাবেন গুজরাটের একটি স্কুলে শিক্ষকতা করেন।
বিজেপিরই নেত্রী হয়ে আনন্দিবেন কীভাবে মোদিপত্নী যশোদাবেন সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারলেন, তাতে যশোদাবেন ও অশোক বিস্মিত।
যশোদাবেন এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, আনন্দিবেনের মন্তব্যে ভারতের প্রধানমন্ত্রীর ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে।
যশোদাবেন বলেন, আমি ওনাকে (নরেন্দ্র মোদি) শ্রদ্ধা করি। সম্মান করি। উনি আমার কাছে রামের সমান।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি