ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যশোর সদর উপজেলা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রঘুরামপুর থেকে রোববার ভোরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহত ব্যক্তি একজন সন্ত্রাসী। দু’গ্রুপ সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই খবির উদ্দিন জানান, রোববার ভোরে পুলিশ যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে দু’দল সন্ত্রাসী `বন্দুকযুদ্ধে’ লিপ্ত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি ওয়ানশুটার গান, পাঁচটি গুলির খোসা, এক রাউন্ড গুলি ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শনিবার ভোরে যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় চার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে নিহত চার ডাকাতের নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি