ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

যাকাত ধনী-দরিদ্রের ব্যবধান দূর করে সেতুবন্ধন রচনা করে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৮:২১, ২০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

যাকাত ধনী-দরিদ্রের ব্যবধান দূর করে সেতুবন্ধন রচনা করে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সকালে চট্টগ্রাম মহানগরীর আরেফিন নগরে শহীদ মেহেদী হাসান বাদল স্মৃতি সংসদ আয়োজিত ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ইসলামের বিধান অনুসরন করে প্রতিবেশীসহ গরীব মানুষের পাশে বিত্তবানদের দঁড়ানোর আহবান জানান মেয়র। আওয়ামী যুবলীগ নেতা এএম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, ফরিদ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি