ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

যানজটের ভোগান্তি এড়াতে এবার লঞ্চযাত্রী বেড়েছে সদরঘাটে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৮, ২৫ জুন ২০১৭

সড়কপথে যানজটের ভোগান্তি এড়াতে এবার লঞ্চযাত্রী বেড়েছে সদরঘাটে। গত কয়েকদিনে বেশিরভাগ লঞ্চই ছেড়েছে কানায়-কানায় পরিপূর্ণ হয়ে। কর্তৃপক্ষ বলছে, লঞ্চে যাত্রী বাড়লেও দুর্ঘটনা রোধে তৎপর নৌ-পরিবহন প্রশাসন। লঞ্চে ওঠার আগে যাত্রীদের করণীয় সম্পর্কেও সচেতন করছে বিআইডব্লিউটিএ। 

যাত্রাপথে যেকোন ধরণের জলযানই নিরাপদ বাহন। তাইতো এবারের ঈদযাত্রায় বেড়েছে লঞ্চযাত্রীর সংখ্যা। ঈদে লঞ্চে ভিড় বাড়লেও বিশেষ তৎপর রয়েছে নৌ-পরিবহণ মন্ত্রণালয়। ভরানদীতে যেকোনো ধরণের বিশৃঙ্খলা রোধে রয়েছে ভ্রাম্যমান আদালত। সবমিলে কোনোরকম দুর্ঘটনা ছাড়াই এবারের ঈদযাত্রা উপহার দিতে চায় কর্তৃপক্ষ।

যাত্রাপথে যাত্রীদের করণীয় সম্পর্কে সচেতনও করেছে বিআইডব্লিউটিএ।
মন্ত্রণালয় বলছে, ঢাকা নদীবন্দর থেকে দিনে-রাতে যাত্রা করছে ৭ লাখ যাত্রী। গন্তেেব্য পৌঁছাতে সব সুবিধাই নিশ্চিত করেছে তারা।

বরিশাল ভোলা পটুয়াখালীসহ দক্ষিণের বাকি জেলাগুলোতে লঞ্চের সংখ্যা বাড়ানোর কথাও জানালেন নৌ-পরিবহন সচিব।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি