ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

যারা চাপাতির আঘাতে মানুষ খুন করছে তারা ইসলাম ধর্ম বিরোধী: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯:০৯, ১০ মে ২০১৬ | আপডেট: ০৯:০৯, ১০ মে ২০১৬

Ekushey Television Ltd.

যারা চাপাতির আঘাতে মানুষ খুন করছে তারা ইসলাম ধর্ম বিরোধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইসকন মন্দিরে শ্রী শ্রী রাম মদন মোহন ও গৌর সুন্দরের মহাঅভিষেক ও প্রাণভিক্ষা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, মানুষ যত অপরাধই করুক না কেন, আইনগত ভিত্তি ছাড়া কাউকে আঘাত করার বিধান ইসলাম ধর্ম কাউকে দেয়নি। কোনো ধর্মই হানাহানি, কাটাকাটি ও মানুষ হত্যা সমর্থন করে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি