ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

যারা জঙ্গি কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এরশাদের আহ্বান

প্রকাশিত : ১৯:৩৫, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:৩৫, ৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

যারা দেশব্যাপী জঙ্গি কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। গাইবান্ধার বালাসীঘাটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ’কথা বলেন। এরশাদ আরো বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা জঙ্গিবাদে বিশ্বাস করে না। তাই সন্ত্রাসবিরোধী কার্যকলাপের খবর পেলে তা সরকারকে জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি