ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখতে আসছেন, বাঙালী ছাড়াও অসংখ্য দর্শনার্থী

প্রকাশিত : ১৪:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের সিডনী স্ট্রিটে অসংখ্য ভাস্কর্যের একটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখতে আসছেন, বাঙালী ছাড়াও অসংখ্য দর্শনার্থী। হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি লালিত ভালোবাসা থেকে ভাস্কর্য তৈরির স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে বিদেশের মাটিতে। বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির জন্য ২০০৯ সালে কাউন্সিলের কাছে প্রথম আবেদন করা হয়। সাড়া না পাওয়ায় ২০১৫ সালে আবারো আবেদন করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে সব ধরণের প্রক্রিয়া মেনে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির অনুমতি দেয় কাউন্সিল। আর এই ভাস্কর্য নির্মানে প্রথম আবেদনটি করেছিলেন যুক্তরাজ্যে প্রবাসী আওয়ামী লীগ নেতা আফছার খান সাদেক। ভারতের একটি প্রতিষ্ঠান দিয়ে প্রায় ২ বছর সময় নিয়ে অপটিক ফাইবারে তৈরি করা হয় জাতির পিতার ভাস্কর্য। গত বছরের ১৭ ডিসেম্বর ভাস্কর্যটির উদ্বোধন করেন সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি