ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতক বন্ধু: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানকে নিয়ে সমালোচনার জবাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

স্থানীয় একটি টেলিভিশনে বক্তৃতাকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ মিত্রের মতো নয়, আবার বন্ধুর মতোও নয়। তারা এমন বন্ধু যারা সব সময় বিশ্বাসঘাতকতা করে।

সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে ব্যর্থতার কারণ দেখিয়ে দেশটিতে প্রায় সব ধরনের নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই প্রতিবাদ তিনি এসব এমন মন্তব্য করেন।

এর ফলে সামরিক সাহায্য বাবদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে ৯০০ মিলিয়ন ডলার সাহায্য পাওয়ার কথা ছিল পাকিস্তান তা আর পাচ্ছে না্।

সূত্র: রয়টার্স

এম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি