ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে প্রয়োজনে বিকল্প চিন্তা করব: এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৪১, ১১ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রোর সঙ্গে তুরস্কের সম্পর্ক ঝুকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। সম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটলে স্থানীয় সময় শনিবার এ মন্তব্য করেন।

এর বিকল্প হিসেবে ন্যাটো জোটের অন্য সদস্যের সঙ্গে সম্পর্ক গড়ে তুলার কথাও জানান এরদোগান। 

এদিকে সম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনার কারণে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে নেমে এসেছে।

এর মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ কারা। এর ফলে তুর্কি লিরার দরপতন আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় লিরা প্রায় ২০ শতাংশ দর হারিয়েছে।

শুল্ক আরোপের ঘটনায় এরদোগান যুক্তরাষ্ট্রকে শতর্ক করে বলেন, আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক ভাঙ্গলে, আমরা অন্য কারো সঙ্গে জোট গড়তে বাধ্য হবো এবং অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব।  

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট না হয়, তাহলে তাদের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঝুকির মধে পতিত হবে। 

যুক্তারষ্ট্র এটা ভাবলে ভুল করবে যে, তুরস্কের অন্য কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের বিকল্প রয়েছে।

এদিকে যুক্তারাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে লেখেন, এই মুহূর্তে তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই।

বিকল্পের বিষয়টি উল্লেখ করে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বিকল্প হিসেবে ইরান, রাশিয়া, চীন এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবো।

 

 

সূত্র: আল-জাজিরা।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি