ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের মৃত্যুর আশংকা

প্রকাশিত : ১১:৪২, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪২, ৪ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে নৈশ পার্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের মৃত্যুর আশংকা করছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রয়েছে আরো ২৫ জন। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দু’তলা ‘ওয়ারহাউজে’ এ আগুন লাগে। এসময় সেখানে কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছিল। উপস্থিত ছিল ৫০ থেকে ১শ জনের মতো মানুষ। বাড়িটি অনেক জিনিসপত্রে ভর্তি থাকায় উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা তাও নিশ্চিত হওয়া যাচ্ছেনা। আগুন লাগার কারণ এখনও ষ্পষ্ট নয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি