ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে, প্রাণহানি ৩২ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ১২ মার্চ ২০২০ | আপডেট: ০৯:৪৯, ১২ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এরইমধ্যে এ ভাইরাসে দেশটিতে ৩২ জন মারা গেছেন।

পাশাপাশি দেশটির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তারা জানান, বুধবার পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে এক হাজার ২৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া, যুক্তরাষ্ট্রে তিন-চতুর্থাংশ এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খোদ রাজধানী ওয়াশিংটন, যেখানে মৃতের সংখ্যা ২৪।

করোনা ভাইরাসের আতঙ্কে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী জো বাইডেন এবং বার্নি স্যান্ডার্স তাদের নির্বাচনী প্রচার সভা বাতিল করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ব্যাপারটিকে তেমন কোন গুরুত্ব দিচ্ছে না এবং পরীক্ষা-নিরীক্ষার প্রচেষ্টাতেও গলদ রয়েছে বলে তারা অভিযোগ করছেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি