ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কূটনীতিকের গৃহকর্মী নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ১১:১৫, ৮ জুলাই ২০১৭


যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেলের গৃহকর্মীর খোঁজ মিলছে না  ছয় মাস ধরে।

বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।

গৃহকর্মী নিয়ে জটিলতায় নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম এবং জাতিসংঘ সংস্থা ইউএনডিপিতে কর্মরত হামিদুর রশীদকে গ্রেফতার নিয়ে আলোচনার মধ্যে আরেক কূটনীতিকের গৃহকর্মী নিখোঁজের খবর এল।

লসএঞ্জেলেসে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলি ২০১৫ সালে যোগদান করেন। ওই সময়েই তার গ্রাম বরিশালের গৌরনদী উপজেলার পিপড়াকাঠি থেকে সাব্বির (৪০) নামক ওই গৃহকর্মীকে নিয়ে যান। আনারকলির গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে কিনা তা নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে প্রবাসীদের মনে।

এদিকে কন্স্যুলেটের এক কর্মকর্তা জানান, কাজী আনারকলিকে জাকার্তায় বদলির নির্দেশ জারি হয়েছে। তিনি সেখানে মিনিস্টার হিসেবে শিগগরিই যোগ দেবেন।

বাংলাদেশি ছাড়াও গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, কাতারের কূটনীতিকদের বিরুদ্ধেও।

এক্ষেত্রে অন্য সন্দেহও করছেন কেউ কেউ। তারা বলছেন, এই গৃহকর্মীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে এই ধরনের কাজ করছেন।

//এআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি