ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও মুক্ত হলো ইরানি তেল ট্যাংকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১৬ আগস্ট ২০১৯

মার্কিন হুমকি সত্ত্বেও ইরানি তেল ট্যাংকার ‘গ্রেস ওয়ান'-কে ছেড়ে দিয়েছে জিব্রালটার সরকার। বৃহস্পতিবার জিব্রালটারের সুপ্রিম কোর্টের শুনানি শেষে ট্যাংকারটি মুক্ত করা হয়।

এদিন আরও আগে ইরানি তেল ট্যাংকারটিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ওয়াশিংটনের বাধার কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হয়।

যুক্তরাষ্ট্র ইরানি ট্যাংকার আটক রাখতে জিব্রালটারের কাছে আবেদন জানিয়েছিল। এ কারণে ট্যাংকারটির মুক্তিকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জন্য বড় ধরণের পরাজয় হিসেবে গণ্য করা হচ্ছে।

জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্ডো ইরানের তেল ট্যাংকার গ্রেস-ওয়ান এর আটকাদেশের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে কোনও আবেদন করেননি।

এর আগে ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক জাতীয় সংস্থার উপ-প্রধান জলিল ইসলামি জানিয়েছিলেন, তারা তেল ট্যাংকারটিকে ছাড়িয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। লন্ডন কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানে আগ্রহ দেখিয়েছে।

এর আগে গত চার জুলাই বৃটেনের নৌবাহিনী জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-১ কে জব্দ করে।

সূত্র: পার্সটুডে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি