ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, আবার সমঝোতাও নয়: খোমেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:০২, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খোমেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশ কোনো ধরণে সমঝোতায় পৌঁছাতে রাজি নয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরণের যুদ্ধে যাওয়ারও দেশটির কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন তিনি।

এসয় খোমেনি বলেন, আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করিও, তাহলে মনে রাখতে হবে অন্তত ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো ধরণের সমঝোতায় যেতে রাজি নয় আমরা। খোমেনি আরও বলেন, ২০১৫ সালে যে চুক্তি হয়েছিল, সেটিই দুই রাষ্ট্রের মধ্যে সমঝোতার জন্য সবচেয়ে বেশি উপযোগী ছিল বলেও জানান তিনি।

‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আমাদের বিষয়ে নানা মন্তব্য করছেন। নিষেধাজ্ঞা ছাড়াও তারা আমাদের যুদ্ধের হুমকি দিচ্ছে। তাদের হুমকির বিষয়ে ইরানের জনগণকে কিছু বলতে হবে। আর তা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হবে না, এমনকি দেশটির সঙ্গে আমরা কোনো সমঝাতায়ও যাবো না।


সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি