ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতেই ফ্লোরিডার হামলা

প্রকাশিত : ১১:৩৪, ২১ জুন ২০১৬ | আপডেট: ১১:৩৪, ২১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতেই ফ্লোরিডার নাইটক্লাবে হামলা চালিয়েছেন ওমর মতিন। ঘটনার দিন পুলিশের সঙ্গে তার ফোনালাপের তথ্য এমনটাই বলছে, বলে জানিয়েছে তদন্ত সংস্থা এফবিআই। সম্প্রতি মার্কিন জরুরী সেবা কর্তৃপক্ষ- নাইন-ওয়ান-ওয়ান অপারেটরের সঙ্গে তার ফোনালাপের অনুলিপি প্রকাশ করে এফবিআই। এতে দেখা যায়, শুরুতে মতিন আরবি ভাষায় কথা বলেন এবং নিজেকে ইসলামী সৈন্য হিসেবে পরিচয় দেন। তবে ফোনালাপের অডিও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গেল ১২ই জুন ফ্লোরিডার অরল্যান্ডের সমকামীদের নাইট ক্লাবে হামলায় বন্দুকধারীসহ ৫০ জন নিহত হয়। এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকান্ড উল্লেখ করলেও সরাসরি আইএসের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে তদন্তকারীরা। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি