ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

যুদ্ধবিরতিতে যাচ্ছে হামাস-ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

২০১৪ সালের যুদ্ধ বিরতির পর ইসরায়েল ও হামাসের মধ্যে সম্প্রতি বড় ধরণের যুদ্ধের আশঙ্কা দেওয়ায় ফের আলোচনায় বসছে হামাস ও ইসরায়েলি সরকার। হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার পরই হামাস নেতারা যুদ্ধ বিরতি চুক্তির জন্য সম্মত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

যুদ্ধ বিরতি বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সরকার। তবে হামাসের উপ-প্রধান খলিল আল হাইয়্যা বলেন, ‘ইসরায়েল যতদিনের জন্য চুক্তি করতে চান, আমরা ততদিনের জন্য চুক্তি করতে প্রস্তুত রয়েছি।’

হামাস ও ইসরায়েলিদের মধ্যে মধ্যস্থতার জন্য বেশ কয়েকটি শক্তি কাজ করেছে। জানা গেছে, মিশরের নিরাপত্তা বাহিনী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছতে সহায়তা করছে।

এর আগে মিশরের সরকারকে ইসরায়েল জানায়, হামাস যদি ইসরায়েলে হামলা বন্ধ না করে তাহলে ইসরায়েল তার সমুচিত জবাব দেবে। আর সেই জবাব হবে, আরও কঠোর ও ভয়ানক।

সূত্র: আলজাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি