ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যুদ্ধাপরাধী মির কাশেমকে নিজ পক্ষের অন্তর্ভুক্ত হিসেবে দালিলিক স্বীকৃতি দিল পাকিস্তান

প্রকাশিত : ০৯:৩৪, ৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বেরিয়ে পড়ল পাকিস্তানের থলের বিড়াল। এবার যুদ্ধাপরাধী মির কাশেমকে নিজ পক্ষের অন্তর্ভুক্ত হিসেবে দালিলিক স্বীকৃতি দিল পাকিস্তান। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের জন্য মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নিন্দা জানিয়ে দেশটির পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। আর পাস হওয়া নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর ১৯৭৪ সালের বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির লঙ্ঘন। এমপি শের আকবর খান বুধবার প্রস্তাবটি তুললে পাকিস্তান পার্লামেন্টে তা পাস হয়। তবে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার বাংলাদেশী একটিভিস্টরা বলছেন, ৭৪ এর চুক্তির কথা উল্লেখ করে পাকিস্তান যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত এবং বদর নেতা ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাশেমকে সরাসরি পাকিস্তানপক্ষের অন্তর্ভুক্ত বলে স্বীকার করে নিল। তার মানে বাংলাদেশে মিরকাশেম এতদিন অবৈধ অবস্থানকারী হিসেবে ছিল। এর আগেও জামায়াত নেতা যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পরও নিন্দা প্রস্তাব পাস করেছিল পাকিস্তান পার্লামেন্ট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি