ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ

প্রকাশিত : ১৭:৪৪, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৪, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন। সোমবার সকালে সপ্তাহব্যাপী মাদক বিরোধী কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে পোষ্টার প্রদর্শন এবং যানবাহনে মাদকের বিরুদ্ধে স্টিকার বিতরণ করা হয়। এসময় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি