ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

যে কারণে পদ ছাড়ছেন আলিবাবার চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

আলিবাবার ই-কমার্স সাম্রাজ্যের নির্বাহী চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন চীনের অন্যতম শীর্ষ ধনী জ্যাক মা। শিক্ষায় মানবসেবার লক্ষে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

জানা যায়, আগামী সোমবার অনলাইন বিপণনে ‘অগ্রদূত’খ্যাত প্রতিষ্ঠানটিতে এ পালা বদল ঘটতে যাচ্ছে। তবে শীর্ষ নির্বাহীর পদ ছাড়লেও মা আলিবাবার পরিচালনা পরিষদে থাকছেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে আলিবাবার যাত্রা শুরুর সময়ই কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন মা। দুই দশকের মধ্যেই এটি বিশ্বের বৃহত্তম ইন্টারনেট কোম্পানিতে পরিণত হয়েছে। আলিবাবার বাজার মূল্য এখন ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি। অনলাইন বিপণন, ক্লাউড কম্পিউটিং ও প্রযুক্তি খাতের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও কোম্পানিটির বিনিয়োগ আছে।

সাবেক ইংরেজি শিক্ষক মা বলেছেন, অবসরে যাওয়া মানে যুগের ‘শেষ নয়, শুরু’। মাইক্রোসফটের বিল গেটসের অনুসরণে একটি ব্যক্তিগত দাতব্য সংস্থা বানাতে চান বলে গত সপ্তাহে ব্লুমবার্গ টেলিভিশনকে বলেছিলেন ৫৪ বছর বয়সী মা। 

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি