ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যে কারণে মুম্বাইয়ে মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর গত আসরে বেশির ভাগ সময়ই সাইডবেঞ্চে বসে সময়ে কেটেছে মোস্তাফিজুর রহমানের। এবার দল পাবেন কি না, তা নিয়ে নিজেই সংশয়ে ছিলেন তিনি। সে সংশয় এখন আর নেই, বাঁহাতি এ পেসারের পরে ২.২ কোটি রুপিতে নাম লিখিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসে। মোস্তাফিজের প্রতি মুম্বাইয়ের আগ্রহের কারণ জানালেন হাবিবুল বাশার।

এই নির্বাচক জানালেন, মোস্তাফিজের মুম্বাইয়ে সুযোগ পাওয়ার পেছনে মাহেলা জয়াবর্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিপিএলে জয়াবর্ধনে খুলনা টাইটানসের কোচ। হাবিবুল বাশার একই দলে কাজ করেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। হাবিবুলদের কাছে মোস্তাফিজকে নিয়ে ভীষণ আগ্রহ প্রকাশ করেছিলেন শ্রীলঙ্কান কোচ। চোট থেকে ফেরার পর বাঁহাতি পেসার কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো নিয়ে কথা বলতেন জয়াবর্ধনে।

হাবিবুল বাশার বললেন, ‘ওর (জয়াবর্ধনে) কাছে চিন্তার বিষয় ছিল মোস্তাফিজের গতি। একটা সময় সে যে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করত, সেটা চোট থেকে ফেরার পর করতে পারত না। এখন ধীরে ধীরে গতিটা আবার বাড়ছে। ও যখন জোরে বোলিং করতে পারে, তখন কাটার আরও কার্যকর হয়। মোস্তাফিজের এ বিষয়টি নিয়েই মাহেলা বেশি বলত। সে মনে করে, মোস্তাফিজ অনেক নিখুঁত বোলিং করতে পারে। কাটার  দিয়ে মোস্তাফিজ যে স্লোয়ারটা করে, এত অ্যাকুরেসিতে আর কেউ করতে পারে না। আমার মনে হয়, মুম্বাই মোস্তাফিজকে নিয়েছে মাহেলার পছন্দেই।’

২০১৬ আইপিএলে দুর্দান্ত খেললেও গতবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মোস্তাফিজ সুযোগ পেয়েছিলেন মাত্র একটি ম্যাচ খেলার।

হাবিবুল মনে করেন, এবার আইপিএলে বাংলাদেশ দলের তরুণ পেসারের ম্যাচ সংখ্যা বাড়তে পারে। কীভাবে? এখানেও জয়াবর্ধনে। ‘আমার মনে হয় মোস্তাফিজ এবার কিছু ম্যাচ বেশি খেলতে পারে। জয়াবর্ধনে মোস্তাফিজকে নিয়মিত খেলাতে পারেন। তবে তাকে ধারাবাহিক ভালো খেলতে হবে। আইপিএল কঠিন একটি টুর্নামেন্ট।

অন্যদিকে সাকিবের হায়দরাবাদ আইপিএল- শুরু করবে ৯ এপ্রিল। তবে কাল উদ্বোধনী ম্যাচেই নেমে পড়ছে  মুম্বাই। এটা পুরো বাংলাদেশেরই চিত্র। তিন বছর ধরে বাংলাদেশের দর্শকদের কাছে আইপিএল মানে শুধুই সাকিব-মোস্তাফিজ চমক।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি