ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

যে সমস্ত পন্যের দাম কমছে-বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১ জুন ২০১৭ | আপডেট: ১৯:১১, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

হাইব্রিড গাড়ী, স্থানীয়ভাবে তৈরি মোটর সাইকেল, কৃষি যন্ত্রপাতির দাম কমানোর সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অন্যদিকে, দাম বাড়ানোর সুপারিশ রয়েছে সব ধরণের তামাক পণ্যের। দাম বাড়বে সোলার প্যানেল ছাড়াও গোল মরিচ, দারুচিনি, এলাচ, জিরার। 

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করায় দাম কমবে সার-বীজ, কিটনাশক, সেচ যন্ত্র, হাইব্রিড গাড়ি, ক্যান্সারের ওষুধ, স্থানীয়ভাবে তৈরি মোটর সাইকেল, কম্পিউটার সামগ্রী ও চুল পরিচর্যার সামগ্রীর।

এছাড়াও, দাম কমার তালিকায় রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার, অগ্নিনির্বাপন যন্ত্র, বৈদ্যুতিক ট্রান্সফর্মার, সিলিকন, দেশি ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রাংশ এবং ১৬শ’ সিসি পর্যন্ত গাড়ি, তথ্য প্রযুক্তি সামগ্রীর।
শুল্ক কমানোর প্রস্তাব করায় টিস্যু পেপার, বাদাম, সিরামিক ও ব্যাটারি শিল্পের কাঁচামালের দাম কমবে।
তবে, সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় দাম বাড়বে ই-সিগারেট, ফাস্ট ফুড, মেমোরি কার্ড, থ্রি হুইলার যান, অটোরিক্সা, ব্যাটারিচালিত ও বিলাসবহুল গাড়ির। বিমান ভ্রমনেও খরচ বাড়বে যাত্রীদের।

দাম বৃদ্ধির তালিকায় আরো রয়েছে সোলার প্যানেল, বৈদ্যুতিক বাল্ব, গোল মরিচ, দারুচিনি, এলাচ, জিরা, পোল্ট্রি ফিড, প্রসাধনী, শেভ করার সামগ্রী, সুগন্ধি ও সাবান।
দাম বাড়ছে কফি, সূর্যমুখী তেল, মডেম, রাউটার, চীনামাটির তৈজসপত্র, বিদেশী বই, অলংকারে ব্যবহৃত পাথর, কৃত্রিম দাঁত এবং মাছ ধরার জালের।
প্রস্তাবিত বাজেট সংসদে পাশ হওয়ার পর থেকে বাড়তি দাম কার্যকর হবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি